রিকশা থেকে নেমে দশ টাকা দিয়ে চলে যেতে গিয়ে পিছু-ডাক.... "দিদি, তিন টাকা ফেরত পাবেন.."
"না আসলে পুজোর কটাদিন তো দশ টাকাই..."
"পুজো তো শেষ, দিদি"..
শুনেই গলা ব্যথা...
আর এই গলা ব্যথাটা যেন যেতেই চায়না...জল খাই, ঢোক গিলি...তাও :(
"না আসলে পুজোর কটাদিন তো দশ টাকাই..."
"পুজো তো শেষ, দিদি"..
শুনেই গলা ব্যথা...
আর এই গলা ব্যথাটা যেন যেতেই চায়না...জল খাই, ঢোক গিলি...তাও :(
প্রতি বার পুজোর পর এমনটা হয়.. কি মুশকিল!
অগাস্ট মাস পড়তে না পড়তেই রুদ্ধশ্বাস অপেক্ষা, পেটে কাতুকুতু, কি পরবো, কোন দিন কোনটা, কি খাব, কোথায় এবং কি ভাবে pose দিয়ে ছবি তুলব, কাজের মেয়েকে কত টাকা "পুজোর Bonus" দেব, নতুন পর্দা কিনবো কিনা...এসব নিয়ে কত্তো পরিকল্পনা, তোড়জোড়.....তারপর হুট করে সব শেষ...
*****************************
"এই, পুজোর ক'টা শাড়ি হলো রে?"
"কোথায় কোথায় ঠাকুর দেখবি?"
"আমার দর্জিটা ঝোলাবে দেখিস..ষষ্ঠীর দিন দেবে বলেছে!!!"
"কি ঘ্যামা প্যান্ডেল! এশিয়ান পেইন্টস পাবেই মনে হচ্ছে।"
"পিটার ক্যাট-এ কেউ পুজোয় খায়? সারা বছর খেতে পাস না?? পুজোর ভোগের চেয়েও বড় লাইন...আজ যা না, কাল ঢুকবি । "
"রোজ মদ খাব..রোজ...আচ্ছা সপ্তমী রাতটা বাদ দিয়ে কিন্তু...পরের
দিন সক্কাল বেলা
অঞ্জলি.. hangover থাকলে চাপ..."
"নর্থটা কবে করবি?"
"পুজোর পর ছুটি নিচ্ছি বলে boss যা বাঁশ দিল এ ক'দিন, একটা গোটা প্যান্ডেল হয়ে যাবে।"
"Bluetooth অন করছি...ঢাকের রিং টোনটা দে।"
"ঠাকুরের চোখটা দেখলি? পুরো
স্বস্তিকা.....ফিগারটাও!"
"Theme বুঝিনা বাপু, ঠাকুর মানে
রমেশ পাল বা মোহনবাঁশি রুদ্র পাল...কি সেই মুখ! আর এখন?? ছিঃ ! "
"প্রাইজ পাবার লোভে রবীন্দ্রসঙ্গীতটা আবার বাজছে দেখছি পুজোগুলোতে । "
"তিন বার করে ফুল দেওয়া যাবেনা, একবার বেশি
করে নিয়ে তিন ভাগে ছুড়বেন...ভক্তিটাই সব, বুঝলেন মাসিমা?" (অঞ্জলির সময়)
"কাকু, এবার দশমীর ভোগ হলো পোলাও-মাংস,
চাঁদাটা কিন্তু বাড়াতেই হবে । "
আর এটাও..
অনু বা মিনু শাড়ির বিজ্ঞাপন দেখে জনৈক ভদ্রলোকের উক্তি: "পুজোয় চাই নতুন শাড়ি?"
আমি: "আর চাই প্রচুর ঝারি"
"আমার চাই নতুন নারী"
আমি: "কথা বলব না, যা...আড়ি"
পুজো মানে আদিখ্যেতাও... :)
****************************************
অনেক হয়েছে । এবার মন খারাপের কথা বলি। শরতের আকাশটাই culprit ..তার ওপর পুজো....রোজ ঘুম ভাঙছে ঢাকের বা মাইকে মন্ত্রপাঠের আওয়াজে.....হুট করে একদিন আবার সেই ফোনের এলার্মে ঘুম ভাঙ্গা ! মনের
আর কি দোষ?
মা ছোটবেলায় বলতো, "কষ্ট হলে সব সময় ভাববি,
আমার চেয়েও কেউ কষ্টে আছে"....ভীষণ বোকা কথা এটা। তবুও কেন জানি
না আমি এটা শিখে গেলাম মায়ের থেকে.... মানে, মায়ের একটাও ভালো গুণ আমি পাই নি...এটা ছাড়া ।
আবার বলছি, বোকা হলেও
ব্যাপারটা ভালো..."আমার চেয়েও কেউ কষ্টে আছে"...
যেমন শহরটা...এই কলকাতা শহরটা...
*******************************************************
ছাতিম ফুলের গন্ধে আমি বিভোর হয়ে যাই...শিউলির গন্ধেও ..
ট্রাফিক সিগনালে "বাজলো তোমার আলোর বেণু" শুনে মনখারাপ...
মা নেই কলকাতায় এবার
পুজোয়, তাতেও ।
আর ওই আকাশটা দেখেও...
গানের ক্লাসে রবীন্দ্রনাথের শরতের গান? সেটা শুনেও..
"...আজি মধুর বাতাসে হৃদয় উদাসে, রহে না আবাসে মন হায়,
কোন কুসুমের আশে, কোন ফুলবাসে সুনীল আকাশে মন ধায় গো...
কি জানি পরাণ কি যে চায়...."
আর এই সব কিছুর মধ্যে একটাই কথা মনে হলো.. "আমার চেয়েও কেউ কষ্টে আছে"...
কলকাতা...
বিয়ের সব অনুষ্ঠান, হই-হট্টগোল শেষ হয়ে যাবার পর মেয়ের মনের অবস্থা কেমন
হয়? ঠিক তেমন
।
বিয়ের ৫ দিন পর যখন আমাদের ছাদ থেকে
মেরাপ খুলে নেওয়া
হলো বা টুনি
লাইটগুলো, ঠিক এমনটাই হয়েছিল আমার ।
সানাইয়ের শব্দের জায়গায় সেই ফোনে দেওয়া এলার্মে ঘুম ভাঙ্গা!!!
তাহলে শহরেরই বা হবে না কেন ?
চারটে ছাতিম গাছের গন্ধে আমি নাকি বিভোর!
পাঁচটা সিগনালে গানের সুর আমার মন উদাস করিয়ে দেয়??
ক'টা শিউলি হয় আমাদের উঠোনের গাছটায়?
মা তো প্রতিবার পুজোয় থাকে ।
কতটুকু আকাশ দেখা যায় আমার
ছাদ থেকে?
তখন ভাবি কলকাতার কথা । ওপর দিকে তাকালে ইয়া বিশাল আকাশ,
পেঁজা তুলোর মত মেঘ । শরতের আকাশ, basically .
চারশো খানা ছাতিম গাছ শরীর জুড়ে..
পাঁচশোটা সিগনালে হয়তো একসঙ্গে বাজছে পুজোর সুর ।
লক্ষ লক্ষ শিউলি ঢেকে আছে শরীরের বিভিন্ন অংশ...
ঢাকের আওয়াজ, শ্যামল মিত্র
বা অখিলবন্ধু বাজছে কানে...সারাদিন ।
বিরিয়ানি থেকে শুরু করে তেলেভাজার গন্ধ নাকে-মুখে,
দিনরাত ।
নাগরদোলায় মাথা ঘোরা ।
বলা বাহুল্য, কি ভীষণ সাজ সেই সঙ্গে...
কত কত ছবি তোলা..
কত আলো ..
প্রিয়জনের ঘরে ফেরা..
"ঠিক কি করলে তাকে
আটকে রাখা যায়"...ভেবে ভেবে ঘুম-না-হওয়া রাত কাটানো...
ঠাকুর দেখেও…
তারপর দশমী ।
কলকাতার মন খারাপ । আমি জানি ।
বিয়ের পর ছাদের মেরাপ
খুলে নেবার মত । এত আলো, এত সাজগোজ সবের ইতি.. কাল থেকে আর ঢাকের
শব্দ নেই, সিগনাল বা মাইকে পুজোর
গান...নাহ, তাও নেই । চারিদিকে খাবারের বা খুশির গন্ধ...তাও আর থাকবেনা । শিউলির season গেল বলে...
ছবি তুলবে কেউ এত এত? না তো!
আর চলে যাওয়া...প্রিয়জনও চলে যাবে...যেতে
হয় তাই ।
তার ওপর, মাথা তুললেই অতখানি আকাশ দেখলে কারো মন ঠিক থাকে?
বেচারা । কলকাতাটা :(
"আমার চেয়েও যে কষ্টে আছে"...
***********************************
আগে কখনো এইভাবে ভাবিনি আমি...কলকাতার জন্য । ভাবলে বেশ ২০-২৫টা
বছর "শরতের মনখারাপ নিয়ে রচনা লেখ ৫০০ শব্দে" - এই অবস্থাটা হত না, আর কি ।
এখন যেমন মনখারাপটা চলে গেল..
মনে হলো, বিজয়ার পর কোলাকুলি বা বড়দের আদরে কত মনখারাপ কেটে যায়...শহরটার তো সেটাও নেই । জড়িয়ে ধরার লোক । আহারে!
মনে হলো, বিজয়ার পর কোলাকুলি বা বড়দের আদরে কত মনখারাপ কেটে যায়...শহরটার তো সেটাও নেই । জড়িয়ে ধরার লোক । আহারে!
আর এত কিছুর মধ্যে
এটাও বুঝলাম যে এত unconditionally , এত selflessly আমি বোধহয় খুব কম ভালবেসেছি ।
এই শহরের সঙ্গে আমার
রক্তের সম্পর্ক নেই ।
"পরমা, তোকে ভীষণ ভালবাসি" বলা নেই..
পুজোর বোনাস! নাহ, সেই সম্পর্কও না ।
"এ স্বাদের ভাগ হবেনা"
- মার্কা হিংসে । নেই ।
"পুজোয় চাই নতুন নারী"
বলে আড়ি নেই ।
তবুও কেন?
***********************************
কারণ হলো,
"আমি আছি, কোনদিন যাব না ।"
এটাই যথেষ্ট ।
ভেবে দেখলাম, এই একজন কোনদিন ছেড়ে যাবে
না । যায় না ।
মানুষ শহর ছাড়ে...শহর মানুষকে ছাড়ে না ।
ঝগড়া, বিচ্ছেদ, মৃত্যু ....কোনটাই স্পর্শ করে না শহরের সঙ্গে সম্পর্কটাকে....কোনদিন।
তখন কি ভীষণ আনন্দ
হলো আমার! একদম
"গায়ে আমার পুলক
লাগে, চোখে ঘনায় ঘোর" - টাইপের আনন্দ ।
আর মনে হলো, যদি শহরটাকে জড়িয়ে ধরে বলা যেত একবার..."আমি আছি, কোনদিন যাবনা"...
***************************
জড়িয়ে ধরা বলতে মনে পড়ল, অনেক কোলাকুলি, অনেক ভালবাসা, প্রণাম, শুভেচ্ছা...
শুভ বিজয়া....
আমি এই কথাগুলো লিখতে চাইতাম। ভাষা খুঁজে পেতাম না। আজ পেলাম, তোর হাত ধরে।
ReplyDeleteভাগ্যিস লিখলি; নয়ত জানতেই পারতাম না, কীভাবে কথাগুলো লিখতে হয়।
Ekta odbhut sundor jinish porlam...
Delete“Break a vase, and the love that reassembles the fragments is stronger than that love which took its symmetry for granted when it was whole.”
Derek Walcott- er.
Bhalo na?
About the post, Thank you...
দ্বিতীয়বার পড়লাম। দ্বিতীয়বার গায়ে কাঁটা দিল।
ReplyDeleteShubho Bijaya !!
ReplyDeleteSundar lekha.
Pujo niye kato katha..bhari sundar likhechho.
Pujo sesh..eyi bishad sajjho kora, aar pasa-pasi chiro-sundari Kolkata'r dukkho bojha..barnona Kora..ek kathaye, ashadharan..!
Theek bolechho..Pujo'r kota din, sundari Kolkata seje otthe ek aparupa Kone'r maton..Sara sahor jurde ek elahi biye-bari'r ayojan..aar eyi kota din ghurte'i, biye-bari sesh..Ki phanka-phanka na lage..!!
Chamatkar barnona korechho..!
Eyi lekha pore..poriye, sei ek'i anubhuti.."e jeno korlo abar sei kaaj..mind reading.."
Likhe jao Sundari..amar moner katha..na jani, aaro kato janer moner katha..likhe jao..
<3 Banhea
Thank you Banhea Di. Khub siggir dekha hobe...Pujor kotto golpo baki :(
Deletekhub khub bhalo laglo. ami-o fire eshechi Kolkata theke, pujo-r pore. amar moner bhaab tao ekdom tomar moton.
ReplyDeleteHyan Kolkatar lokera, mane ami tumi eromi to! Jani tomar feeling o erom. :(
DeleteAchchha, 3rd March, 2010 er por aar lekho ni keno?
Besh lekha gulo tomar. Porlam.
Parama.
aar lekha hoye uthlo na. Things got busy, I lost interest. aar anyways, emon beshi kichu readers chilo na je likhe jete hoto :-) maybe I should thing of reviving it.
ReplyDeleteলেখা তো সবার আগে নিজের জন্য.. নিজের আনন্দ হলে লিখবে.. পাঠক এমনিই তৈরী হয় I তুমি ভালো লেখো... চালু করো আবার... আমি কিন্তু মাঝে মাঝে গিয়ে দেখে আসব, নতুন লেখা এলো কিনা! ভালো থেকো I
DeleteExactly. Pujor season shesh hoy, Kolkatar season shesh hoy na. Ei dakh na, pujo akhno bhalo bhabe gelo na (mane hoarding gulo akhno lege ache), othocho pashei diwalir hoarding lege gache. ebar diwali bhaiphonta jete jetei eid er offer r 'this year eid release' o eshe jabe. ota jete na jetei christmas, pore porei new year. utsav er abhaab nei kolkatay.
ReplyDeletekon shala chhere jabe shohor ta k bol!
ঠিক বলেছিস,উত্সবের অভাব নেই কলকাতায়..তবুও,শহরের মন খারাপ হয় দূর্গা পুজোর পর..আর কোনো উত্সবই যে দূর্গা পুজোর মত নয় ...এটাতে কোনো ধর্মের ব্যাপার নেই...দূর্গা পুজো সব চেয়ে বড় উত্সব কলকাতায়,তাই! সেটা মানবি তো?
Deleteআর যদি শহর ছেড়ে যাবার কথা বলিস...তবে উত্সব ছাড়াও আমি বলতাম "তোমায় ছেড়ে কোনদিন যাব না"...কারণ এখানে থাকাটাই আমার কাছে উত্সব..
খুব ভাল...............।গতবারের লেখাটাও বড় ভালো ছিল,এবারের লেখাটাও খুব ভালো। যদিও আঙ্গিক ও
ReplyDeleteউপস্থাপনার গুনে উভয়ে ভিন্ন স্বাদের,তবে এবারের লেখা বাংলা হরফে লেখায় তা যেন মনের খুব কাছের হয়েছে...।।
অন্তত আমার কাছে।এমন আরও আরও লেখো...... ভাষার এই দুর্দিনে তা বেঁচে থাক তোমার আঙ্গিনায়...।
যারপরনাই খুশি হলাম..আমার লেখা পড়লেই, আমি খুশি হয়ে যাই...তার ওপর এত ভালো ভালো কথা.. :)
Deleteতোমার পরিচয়টা দাও...Please.
I fully second Abhishek. Ki likhechhish! SHabash!
ReplyDeleteAmar laptop-e bangla font ashe na. Tai roj office-e eshe tor blog ta pori. Eta jeno notun neshar moto hoe gechhe. Kintu desk-e boshe ei post ta porar idea ta ekebarei bhalo chhilo na dekhchi. Amar pasher colleague hothat jigesh korlo, 'What happened? Anything wrong?'
ReplyDeleteKaron ta khub-i simple. Amar chokhe jol. Lekha ta pore. Pujor kotha bhebe. Kolkatar kotha bhebe. Je shohor take ami eto bhalobashi je konodino bhashay prokash korar cheshtai korini. Aaj tor lekha ta pore jeno mone holo amar emotion gulo bhasha peyechhe.
November-er sheshe Kolkata gechilam. Onek kakuti-minoti kore ek shoptaher chhuti nie. Kotha theke je shomoy kete gelo bujhtei parlam na re. Pherar pothe aste aste jokhon plane-er jalna die dekhlam skyline ta dure shore jachhe, peter modhye ekta mochor die uthlo. Hya, Ma-Baba ebong jabotiyo atmiyoshojon bondhubandhob der chhere jawar dukkho, roll-biriyani-phuchka-chitol machher muithya chhere jawar dukkho, raastar loker sathe banglay kotha bola, hall-e boshe bangla cinema dekha chhere jawar dukkho chhilo to botei. Kintu shorbopori kaator korechilo ei shohor take chhere jawar dukkho. Er age jotobari Dilli theke bari phirechi, ekkebare chakri chhere diye 'phire' eshechi. Ei prothom Kolkata theke 'ghure' Dilli te 'phire' ashar pala. Ar hothat kore jalna die shei disappearing skyline ta dekhe khub hingshe hote laglo. Shomosto Kolkata bashi-r proti jara udoyasto ei shohor tar buke nijeder ujaar kore dite pare. Amar moto tader 'phire' ashte hoy na.
Khub bhagyobaan tui Parama, kaaj-karmo-shongshar-er berajal toke shohor-chyuto korte pare ni (ba tui korte dish ni). Ar jokhon ei ekta shohor ke kendra kore amader eto asha-aakankhya-chawa-pawa-bhalobashar kotha joriye ache, amra ki korei ba eke oporer 'bideshini' holam?
Kemon achhish tui? Kotodin por eto kotha hochhe tor aar amar. Hyan, tate amaro gola dhhore jachhe, chokkh chholchhol.
DeleteOnek onek kichu niye gorbo korar thake janish. Chakri, bakri, shontan, taka poisa, nanan goon....amar gorbo korar moto duto jinish achhe...ek ei shohor ta, dui, emon ekta manush je "Kolkatay thakbo sarajibon...tor shonge" bole amar haath ta dhorechilo shara jiboner jonno. Onekei bole bhalobasha illogical aar ei shohor tar proti bhalobasha ta to botei! er kono uttor nei amar kachhe. Shohor ba jei manush tar kotha bollam, tader dujoner shongei ami achhi ektai karone...NIJER TAGID. tumi nishshash nao keno? er jerom ektai uttor: benche thakar jonno...Kolkata ke bhalobashar uttor tao bodhyoy seromi...
tai amar kono credit nei re...Shohor er credit...shei dhore rekhe dieche.
Onek ador nish. Koddin dekhini toke. Khub bhalo thakbi, shabdhane thakbi. Delhi toh! tai.
eesh...er poreo jodi tor preme na porey manush, tahole tara bhyara chhagol, kete kheye fela uchit...
ReplyDeletekhobordar Farhan Akhtar ke bhyara chhagol bolbe na! ki korbe bechari? Bangla poRte parena :(
DeleteMa go, erokom golar modhye dola toiri kora, buker bhetorta phNaka kore dewa lekha ato shohoj kothay likhish ki kore? Jotota bhalo laglo thik tototai Mon kharap holo.ei sheetkaler bikelgulor moto, bor ke chhere mar kachhe thakte jawar moto aar biyer por shoshurbari adhar moto.onek ador
ReplyDelete:) tokeo onek ador.
DeleteMa go! Amon golar modhye dola toiri kora, buker bhetorta phNaka kore dewa lekha ato shohoj kothay likhish ki kore re? Jotota bhalo laglo thik tototai Mon kharap hoye gelo...ei sheetkaler jhup kore ondhokar neme asha bikelgulor moto, bor ke chhere mar kachhe thakte jawar moto aar biyer por shoshurbari jawar moto.onek ador
ReplyDeletetumi bhalo
ReplyDeleteKolkata amaro atotai
thank you
Thank you Anuradha. Bijoyar subhechha nio.
DeleteIshh ... atotai moved hoye gechhilam, r emotional hoye gechilam lekhata pore j ei shoujonyobodh tukuo bhule giyechilam
DeleteTumio amar Bijoyar Shubhechah r bhalobasha nio ... janina kokhono dekha hobe kina but tumi amar moner khub kachher .... khub bhalo theko Parama, r bindumatro bodlio na
mon bhore gelo tomar ager comment pore. Thank you Anuradha. Nishchoi dekha hobe amader. khub khub bhalo theko. onek bhalobasha nio.
Deleteknadiye dile Parama di
ReplyDelete