Sunday, 29 September 2013

মন বলে চাই চাই গো...

১। সরু কোমর, সরু হাত-পা। (মারুতির কাঁচে নিজেকে দেখলেও রোগা লাগবে এমন।)
২। পুজোয় পরিষ্কার আকাশ। পরিষ্কার ঘরদোর।
৩। এই গানটার প্রেমে যার জন্য আবার করে পড়েছি, সেই লোকটার “তাসের দেশ” দেখতে।
৪। বিদ্যা সিনহার মতো মোটা বিনুনি। (সিনহা শব্দটা লিখেই ‘জয় বাবা ফেলুনাথ’ মনে পড়ে গেল। পুজো এসে গেছে!)
৫। ট্রিঙ্কাসে দাঁড়িয়ে মাইক হাতে “আও হুজুর তুম কো” গাইতে (মনে রেখে, ঠিক জায়গায় হেঁচকি তুলে তুলে)।
৬। পাশবালিশের নতুন ওয়াড়। কুশনেরও।
৭। চা খাওয়া কমাতে। জল খাওয়া বাড়াতে।
৮। নখগুলো পুজোর আগে খেয়ে না ফেলতে। চকচকে লাল নেল-পলিশ লাগাতে হবে...কারিনা কাপুরের মতো।
৯। The Lunchbox” আবার দেখতে। বারবার দেখতে।
১০। সাউথ সিটি মলে, pose দিয়ে ছবি তুলতে, মোবাইল ফোনের ক্যামেরায়। (airconditioned Victoria তো! যত না কেনাকাটি, তার চাইতে অনেক বেশি হাহাহিহি আর গায়ে ঢলে পড়ে ছবি তোলা, সেই সঙ্গে তৃপ্তির হাসি। কত মানুষের ওইটুকুতেই আনন্দ। আমারই বা হতে বাধা কোথায়?)
১১। ওস্তাদের মার শেষ রাতে-মার্কা শেষ মুহূর্তের কেনাকাটা। রান্নার মেয়ের পুজোর শাড়ির matching ব্লাউজ, আমার matching কানের দুল, তোয়ালে, লাল নেল-পলিশ।   
১২। আলপনা দিতে শেখা“উৎসবের” মতো। বড় জায়গা জুড়ে।
১৩। ঋতুপর্ণকে “সত্যান্বেষী”র জন্য ক্ষমা করে দিতে...এক মাস তো হল। (সুখহীন নিশিদিন আর অর্পিতার নিজের গলায় গান – এই দুটোকে খারাপ বললে পাপ হবে; বলিওনি।)
১৪। ভাইকে দেখতে।

১৫। আমার লাইফ ইনসিওরেন্সের Nominee বদলাতে। (আমি – “পিঠে খুব ব্যথা”। জনৈক –“ঠিক করে দিচ্ছি”। বলেই আমার পিঠে জোরে দুম দুম করে কিল। আমি – “এটা কি হচ্ছে? কেন করছ?” জনৈক – “To kill a talking bird”)। 498A ও আছে। সেটা নয় পরে ভাববো।

15 comments:

  1. ব্যাস্‌? এইটুকু চাহিদা? ব্যাস্‌?

    ReplyDelete
  2. Aaro Chai..Porde Monn Bhorlo Naa..!!
    Monn Bole Aaro Chai Chai Go...

    Abar Pujo'r Anande Mete Utthte Monn Chai Chai Go...

    Abar Kena-Kata Chota-Chuti Koto-Koto Haansi-Thatta Monn Chai Chai Go...

    Ei Bondhu'r Haansi'r Kotha Sunte Bollte Monn Chai Chai Go...

    Monn Aamar Kolkata'e Phir Chole Jaye Jaye Go...

    Write on P...
    <3 Banhea

    ReplyDelete
    Replies
    1. I miss you too :(
      Ebar ekdino New Market jaini...tumi jawar por. :(

      Delete
  3. Super.. super.. super..... khuuuuuuub bhalo laglo....

    Iniya

    ReplyDelete
  4. Replies
    1. Amar ar chai na re. Ki korbo?
      Tobe hyan, kichu lok ke ami khoon korte chai...sheta ki ekhane lekha thik hobe? Tai likhini :D

      Delete
    2. Ai toke ek piece same-chimti.amio chai.khuuub.

      Delete
  5. bah! ki sundor chawa...choto choto khushi :)

    ReplyDelete
    Replies
    1. Thank you Rajprupa. :) Tomar pujo bhalo katuk. kal to Mahalaya! Yay!

      Delete
  6. Great !!! This is so phenomenal!!!That is very impressive! potpourri are gorgeous and the makeover is totally amazing. I love it. You really did a super job with potpourri ! I use to do buy online potpourri as its time saving.

    ReplyDelete
  7. দারুন। অত্যন্ত সাবলীল।

    ReplyDelete