“Pehno to pehchano, mano ya na mano..Breeze leggings…Dil tera deewana
hoga….”
অভিষেক
দা, এই পোস্টটার রাবণ-ভাগ
ক্রেডিট তোমার। আমি শুধু আমাদের কথোপকথনটার একটা সংকলন
করলাম জনস্বার্থে।
১ .
Cosco, Cosco, Cosco….শরীরে যেন পালকের স্পর্শ।
২ . মাথার
ঘন চুল যখন, মরুভূমি হয়ে যায় ....Oasis নিয়ে আসে মরুদ্যান, মেঘের ছায়ায় ছায়ায় ... Oasis খুশকি তাড়ায় ...... Oasis উকুন
মারে ...... Oasis মাথাকে ঠান্ডা রাখে।
Oasis double-action hair-vitaliser and cream.
৩ . Arnica
plus Trioffer. Triple Action Hair Vitaliser. কেনার
আগে “……………”র
ছবি দেখে নেবেন। বলেই একজন ট্যারা ডাক্তারবাবুর ছবি দেখাতো। আর, আমরা হেসে লুটিয়ে
পড়তাম।
শাড়ির বাহার দেখতে হলে, হাল ফ্যাশনে চলতে হলে, একটি নাম সবার কাছে বলি
......সেই নামটি হলো ট্রেডার্স
অ্যাসেম্বলি।
গড়িয়াহাটার
মোড়ের শোভা ট্রেডার্স
অ্যাসেম্বলি।
(আমি "হাল
ফ্যাশনে"-কে
শুনতাম "হালকা চালে"। কি যে
অদ্ভূত! পুরো "আমি দূর হতে তোমারেই
দেখেছি, আর মুখ
ধুয়ে চোখে চেয়ে থেকেছি"-র মতো।) :D
৫ . “কি
হলো?
“ওকে বলো Woodwords দিতে। তুমি যখন ছোট ছিলে
তোমাকেও খাইয়েছি।
৬ . Salical
Salical Salical (..............কিছুক্ষণ গ্যাপ) মলম।
৭ . শৈশবে
প্রথম দেখা, কৈশোরে বন্ধু হলাম, যৌবনে প্রথম পরশ পেলাম .....
সে যে
দিলীপ, আমার দিলীপ .........
৮ . ছোট্ট
বাপি চনমনে, মেজ বাপি Rap, বড়
বাপি রাশভারী, জেনারেশান গ্যাপ।
বাপি
গেঞ্জি ও জাঙ্গিয়া।
৯ . DD, DD, DD….চোখ
বন্ধ করে ভরসা করা যায়। (আমাদের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর কতজন
ফেসবুকে এটা লিখেছিল! এখন মনে হয় একমাত্র চোখ বন্ধ করে রাখলেই, ওনাকে ভরসা করা যায়।)
১০ . অম্বল
গ্যাস, বুকজ্বালা?
ব্যবহার
করুন অম্লোজিন চূর্ণ। চশমা-মার্কা অম্লোজিন
চূর্ণ।
কেনার
আগে চশমা-মার্কা
দেখে নিতে ভুলবেন না।
১১ .
দুলাল চন্দ্র ভড়ের তালমিছরি। কেনার আগে "R" চিহ্ন
দেখে নেবেন।
১২ .
শনিবারেরররর বারবেলাআআআআ
চ্যা
.......( (
(দরজা খোলার শব্দ)
(দরজা খোলার শব্দ)
হাতুড়ি মার্কা ফিনাইল এটার স্পন্সর করতো। (আমার
ভিষণ ঝাপসা
মনে পড়ে এই বিজ্ঞাপনটা।)
১৩ . "কি গো নাতনি, আমায় বিয়ে করবে নাকি?"
- ইশ, তুমি বুড়ো।
"অনেক গয়না দেবো।"
- ইশ, তোমার দাঁত পড়ে গেছে!
"ভারত বিস্কুট দেব।"
- আমি
রাজি, আমি রাজি। দাও ভারত
বিস্কুট দাও!
(এটাও আমার ভালো মনে নেই।
সত্যি না বানানো জানিনা। তবে রবি ঠাকুর তো বলে গেলেন, "মানুষের
ওপর বিশ্বাস হারানো পাপ" ...অগত্যা…)
১৪ . "এমা ! সব খেয়ে
ফেললি হ্যাংলা!"
- বাপি চানাচুর আমাদের সবার প্রিয়।
১৫ . নবাব কিনলে আরাম ফ্রী ...
- আমিও ফ্রী .....
- তুমিও ফ্রী ?
১৬ . এলো শীতের রুক্ষ শুষ্ক দিন ...প্রিয় ত্বকের যত্ন নিতে চাই চেসমি গ্লিসেরিন। (যদ্দুর মনে পড়ে এই একই মডেল
ফেয়ার এন্ড লভলির বিজ্ঞাপনটাও করত .."Fair and lovely istamal to mein kar rahi hoon.
Par asaar? Inpe ho raha hein.")
১৭ . "ঘুমোও আমার
সোনা, আর কেঁদোনা, আর দুষ্টুমি করো না ...."
দ্বিতীয়
শিশুর কথা এখন থাক। কোহিনুরের ওপর ভরসা রাখা যাক।
আর না, মা পড়লেই বলবে "কতটুকু চেনো তুমি
এই অভিষেককে? কোহিনুরের Ad অবধি ওর
সঙ্গে এগিয়ে গেলে!!"
পুনশ্চ:
একটা বিজ্ঞাপন খুব জনপ্রিয় ছিল সেই সময়। বাংলা নয় যদিও। "Bol sakhi bol tera
raaz kya hein? Kya hein tera raaz? Tu bata de mujhko aaj....
Mala D hein mera raaz."
নাহ, মা সত্যই
রেগে যাবে এবার।
১) ঐ ডাক্তারবাবুর নাম এ সরকার।
ReplyDelete২) ওটা "বড় বাপি রাশভারি জেনরেশন গ্যাপ" নয়; ওটা হল "বড়বাপিরাশভারিজেনরেশনগ্যাপ"; মনে করে দেখ্।
1. O!
Delete2. Right!
#9
ReplyDeleteYou have made a grave mistake by insulting the chief minister. We will make you pay for this.
Robi.
Sorry :( erom grave mistake kokkhono hobe na. :(
DeleteShey ki? Ota hair-fertiliser noi?
ReplyDeleteEta ki Abhishek kono print bigyapon-ey porey bolchhey?
This comment has been removed by the author.
ReplyDeleteEkta ad chilo khub bhalo lagto...youtube ey prochur khujeo pelam na..coca cola r pujor ad- "soptomi te prothom dekha/ oshtomi te hashi"
ReplyDelete